Song Cover Image

Echoes of Gentle Rainfall at Dusk

September 7, 2024 at 12:09 PMv3.5

User avatar
0 / 500

1 Comment

FathomlessGold7930

FathomlessGold7930 8w ago

প্রভুর নাম জপে, হৃদয় জুড়ে শান্তি,
সব জগতের মালিক, তিনি মহান, চিরন্তন।

রাসূলের দোআ, ভালোবাসার আঁধার,
প্রেমে তার ভরে দিন, রাতের চাঁদنی রাতের।

আল্লাহর পথে হাঁটি, নেয়া হাতে হাত,
হৃদয়ের ধ্বনিতে বাজে, ইবলিসের বিরুদ্ধে যাত্রা।

তার রহমতের ছায়ায়, খুঁজে পাই নিরাপত্তা,
দোয়ার মাধ্যমে ম uplifting ভরাবে জীবন সাজাতে।

মাহফিলে যখন আসে, আল্লাহর স্মরণ,
সবার হৃদয়ে জাগে, এক নতুন জীবন গঠনে।

হৃদয়ে রাখি প্রভুর, এবাদত আমার সবার উপরে,
এভাবেই নিঃশেষে, পার করব জান্নাতের সীমানা